বুধবার, ২৪ আগস্ট, ২০১১

পুরোন প্রেমে

মনের মাঝে ডুগডুগে ঢোল বাঁজছে কেবল
চিনচিনে সুখ রাত্রী নিশীর ঘুম কেড়েছে
কেমন করে জানিনা সেই পুরোন প্রেমে
নতুন করে আবারো এই মন মজেছে।

ভ্রষ্টমোহে

ভ্রষ্টমোহে জ্ঞান বেঁচেছি মিথ্যে দামে
জীবন কুড়াই জমাই ভরে ইচ্ছে জালে
কার পিছুতেই ছুটছি কেবল অহর্নিশে
চাইনি ফিরে লাগছে হাওয়া কোন সে পালে।

সোমবার, ১৫ আগস্ট, ২০১১

মনেতে ভাব জমেছে

মনেতে ভাব জমেছে
গান বেধেছি...

তোমার ঐ অলস বেলায়
শুনো তুমি বন্ধু প্রিয়।

গানে যদি মনটা ভরে
আমায় তবে...

ভাবনা তোমার অলস যতো
ঠাঁই সেথা একটু দিয়ো।

আমার সব মনের সুর
উজাড় করা
এই বাধা গান

তোমার ঐ বিকেল সাঁঝের
গানের পাতায়
জুড়েই নিয়ো।

শুক্রবার, ১২ আগস্ট, ২০১১

কবিতা ও অংক


বন্দরের উঠোনে অঝোরে বৃষ্টি
পেছনে ডি.সি সাহেবের টেবিলে ফাইলের স্তুপ
বৃষ্টির টিপ টিপ ছন্দে কবিতার লাইন খুঁজছি
মাথায় চলছে অংকের চুল চিরে হিসেব
দু সেন্ট কম হয়ে গেল নাতো!

অংক কবিতার টানা পোড়নে কিছুই মেলেনি
না দু'সেন্টের হিসেব, না দুটো ছন্দের লাইন
আসলে কবিদের অংক শিখতে নেই।

মেঘ রৌদ্দুর পৃথিবী

আমি এখন প্রতিক্ষায় তার
আত্বীয়তা ও বন্ধুত্বের ছোট খাটো সুতো
যেখানে আমার নিতান্ত অবহেলায় ছিড়ে গেছে
আমার জীবন বেলার সাথী হয়ে
নিপুন কেীশলে জুড়ে দিয়ে
আমাদের জন্য এক
মেঘ রৌদ্দুর পৃথিবী সাজাবে।

পুরোনো ক্ষত

ক্ষতদেরও কি বয়স বাড়ে না?
পুরোনো চামড়ায় অনুভুতি যেমন প্রবল হয়না,
ক্ষতদের অনুভুতির কোষগুলো বুঝি চিরন্জীব?

স্বপ্ন আকার পেন্সিল

বহুদিন বাদে খুজে পেতে
স্বপ্ন আকার পেন্সিল হাতে
নিরবে ভাবি...
আমি কি আজো
তেমনই আছি
পুরোনো কবি!

ভোঁতো শীষে আচড় বোলাই
বুড়ো খাতায়
অধরা সব স্বপ্ন দেখি
শেষের পাতায়।

মেঘের জলে

যাচ্ছো ছুটে মেঘ বেলাতে আকাশ ছুঁতে
আমায়ও নিয়ো বন্ধু তুমি তোমার দলে
মন পোড়ানো গভীরে সে ভীষন দহন
আমিও আজি ভিজবো চলো মেঘের জলে।

বুধবার, ২০ জুলাই, ২০১১

ব্যাথা মাখে বুকে
যখন ঐ চাঁদ
আড়ালে হারানোর ছলে...
তাইকি তবে
সব্বাই তারে
চন্দ্রাহত বলে?

মঙ্গলবার, ২২ মার্চ, ২০১১

ঐ জোছনায় আমার প্রচন্ড অভিমান।

ঐ জোছনায় আমার প্রচন্ড অভিমান,
কত আমার আধার স্বপ্নে
সে জ্বলজ্বলে আলো জ্বেলে
প্রতিজ্ঞার শব্দ আউড়েছিলো।

কথা ছিলো, ঘন মেঘে ঢেকে গেলে
কিংবা আমাবস্যায়
আমি যেনো ঘাবড়ে না যাই।

সে আলোয় কতদূর গেছি,
চিনেছি কত নতুন শহর।

হঠাৎ এক আমাবস্যা পরে
জানিনা কি আশ্চর্য্য কারন
সে আলো আরো কতগুন বেড়েছে
শুধ আমার স্বপ্নগুলো, আধারেই রয়ে গেছে।

রবিবার, ৬ মার্চ, ২০১১

বর্ষ তুমি যাচ্ছ চলে

দু:খ সুখ কতকি দিয়ে
বর্ষ তুমি যাচ্ছ চলে
দিগন্ত জোড়া সূর্য্যটা লাল
দিনের শেষে পড়ছে ঢলে।

বৎসর জুড়ে কত উল্লাস
ক্রন্দন কত স্বৃতীর পাতায়
কত কাব্য কত কবিতা
লিখলো কজনা নিজের খাতায়।

বর্ষ তুমি যাচ্ছ যে তাই
বিদায় জানাই হৃদয় খুলে
ভাগ্য আমার সকল পাওয়ায়
বৎসর জুড়ে যাইনা দিলে।

বুধবার, ২ মার্চ, ২০১১

কতটা সে দূরে

শোন তবে তার গল্প বলি তোমায়
যত তারে ভাবি এ কেমন অদ্ভুত
সুখ গুলো সব ভীড় করে মনের কোনায়।

তার হাসিতে একোন যাদুর খেলা
ক্ষনিক ভাবি ক্ষনিকেয় যায় বেলা।
কতটা সে দূরে, তবুতো কাছেই লাগে
ছিলো সে যেমন, সেই সে বহু আগে।

কোথা হতে প্রেম এলো যে এমন করে
যায়নি তো প্রেম, গিয়েছে শুধু সে সরে।
সে প্রেম জাগায়, কত হাসি কান্নার সুর
শুধু যায়না শোনা সেই সে ততটা দূর।

সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১১

এসো ঘুম, জানালা রেখেছি খোলা।

এসো ঘুম
রাত্রী জাগা আমি বড় ক্লান্ত
এসো নিয়ে সাথে
স্বপ্ন প্রিয় রুপসীর
আজ বড় যতনে বিছায়েছি চাদর।

এসো ঘুম
জানালা রেখেছি খোলা,
মৃদু লয়ে বাজে রবীন্দ্র
প্রেম গিতী
প্রতিক্ষায় তার আমি যে বড় কাতর।

প্রিয় ঘুম, এসো চোখের পাতায়
স্বপ্নেই তার পৃথিবী যেনো গড়া
এধার ওধার কত ধারে তারে খুঁজি
খোলা চোখে সে দেয়নাতো মোরে ধরা।

এখনো কেনো !!

এখনো কেনো তোমায় নিয়েই গাইছি গান
এখনো কেনো তোমার পানেই ছুটছে প্রান
সেইনা তুমি কতটা আগে হারিয়েছিলে
আমার সময় এখনো কেনো তুমিই নিলে।

কতকি ভুলেছি ভুলিনি কেনো পুরোনো তোমায়
এখনো সে বুকের কোনে দূঃখ জমায়
মরিচিকা হয়ে এখনো কেনো স্বপ্ন জাগে
এখনো কেনো ভীষন ভালো তোমায় লাগে।

যাব যাব ভুলে এইনা বলে, বুঝায়েছি মনরে কতো
এখনো কেনো পড়ছে মনে আগেরি মতো
ভাবছি বসে এখনো কেনো কবিতা লিখি
চোখ বুজলে এখনো কেনো তোমায় দেখি।

রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১১

কবিতা হও

কবিতা হও, আমার
অগোছালো পংক্তিমালা,
বড় কবি হতে সাধ জাগে।

কবিতা হও, আমার
এলোমেলো যত লেখা,
শুনেছি তার
ভীষন কবিতা ভালো লাগে।

তুমি চিন্তাবিদ আমি সাধারন ভাবুক

তুমি চিন্তাবিদ আমি সাধারন ভাবুক
দুজনে একটা পৃথিবী গড়েছিলাম।
তুমি যোগ বিয়োগের অংকে
স্থিতিস্থাপকতা আরো কত কি মাপলে
আমি স্বপ্নময়ী ভাবনায়, একেছিলাম
গাঢ় নীল আকাশ, বালুময় সৈকত
চাঁদ কে সাজিয়েছিলাম পূর্ণিমার পূর্ণতায়।

আমি অংকে বরাবরই কাঁচা
কোথায় কোন হিসেবে তোমার
গড়মিল হয়েছিলো জানিনা
দুজনার পৃথিবীর তোমার অংশ
তুমি গুটিয়ে নিলে।

স্থবির ভাবনায় এলোমেলো আমি
তোমার কেমন আশ্চর্য্য উপহার
আধখানা পৃথিবী আর দ্বিখন্ডিত চাঁদ।

শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০১১

এ পথ ফুরোবেই !!

পথ ফুরোলো বলে,
গন্তব্যে আমার জানা।
সেই সে পুরোনো বানী
আমা হতে তুমি, আমাতেই প্রত্যাবর্তন।

আজ সারাবেলা সুখেই ভেসেছি,
কাল দু:খের ছিলো মেলা।
আমার তো সবই পাওয়া
দু:খ দিয়েছে সুখের আনন্দ
সুখ দিয়েছে দু:খের স্মৃতি।

এ পথ ফুরোবেই জানি
তবু বাকি পথ রহস্যময় লাগে,
কি নতুন সুখে কোথায় যাবো ভেসে
কত কি শেখাবে দু:খ গুলো এসে।

বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১১

উপত্যকার খোঁজে

তোমাদের পথে হাটবোনা বলে, নতুন পথ খুঁজি...
তোমরা পাশে ছিলে অনন্তর, কিন্তু বোঝনি
একটু একটু করে ঠিক কতটুকু বদলে গেছি।

আমার আমি হয়ে নয় সবার বন্ধু হয়ে
তিলে তিলে একটা রাজ্য গড়েছিলাম,
সেই রাজ্যে, কখন যে একলা বাসিন্দা হয়েছি নিজেই টের পাইনি।
সেই রাজ্য আমিও ছাড়ছি।

ভালই হলো,
নিজেকে ওয়েষ্টার্ন বইয়ের নায়ক মনে হচ্ছে,
নিস্বঙ্গ ট্রেইলে ঘোড়া ছুটিয়ে নির্জন কোন উপত্যকা খুঁজে নেবো।
নিজের করে একটা পৃথিবী বানাবো।

এখন যেনো আমি আরও স্বপ্নময়!!

মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০১১

বিবেকের ধিক্কার

কাপুরুষ বলে গালি দিচ্ছে,
ঘুটঘুটে আধার নিরবতায় ‎বিবেকের এই অসহ্য ধিক্কার।

আমি বাকরুদ্ধ, চেতনার কোষগুলো ঝিমিয়ে আছে,
কি করে বোঝাতাম সমাজের শৃংখল অষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে।
তোমার আমার সমাজ দু মেরুতেতো নয়, তারা সহোদর।

তোমার অজানা নয় কি নিদারুন চেষ্টায় সে শৃংখল ছেড়া যায়নি।
শুধু ক্লান্ত আমি আরো ক্লান্তিতে অসাড় হয়েছি।


ঝিমানো চেতনায় বিবেকের কানফাটা চিৎকার আর ব্যাথা জাগায় না।

সোমবার, ১৭ জানুয়ারী, ২০১১

আলস্য ইচ্ছে!!

এমন কি হতে পারে!!
একদিন ঘুম ভেঙ্গে দেখবো,
বুকের কোনায় জমানো দু:খ গুলো আর নেই।
জানালার বাইরে গাছের পাতা ধুলো পরা বিবর্ণ নয়,
বরং সবুজের চাকচিক্যে নির্মল।
নাগরিক চাহিদার মতো জমে থাকা কাজ নেই,
অফিসে যাওয়ার তাড়া নেই,
আলস্য আর শুধু নিজের কিছু সময়।

পাশের পুকুরের ধূসর পানি গুলো আশ্চর্য্য নীল,
পুরোনো কাকেরা শহর ছেড়েছে,
কারো বাগানের গোলাপ আমার ফুলদানিতে
এমন কি হতে পারে!!

সোমবার, ১০ জানুয়ারী, ২০১১

কতোটা গভীরে

কতোটা গভীরে জানোনা ছিলো সে ক্ষত
আমিও করেছি যতন তারে কতো,
গভীরে সে ক্ষত রয়েছে আগের মতো
নির্ঘুম রাত সে যন্ত্রনা দিয়েছে শতো।

আমিও আছি পুরোনো সেই আমি
আছে পুরোনো তোমার ভালো লাগার পাগলামি,
কত শতো রাত এখনো রয়েছে পরে
জানিনা সে রাত রয়েছে কারি তরে।

রবিবার, ৯ জানুয়ারী, ২০১১

আবারো যদি দেখা হয়

আবারো যদি কখনো দেখা হয়,
তবে করুনার নয় প্রেম নিয়ে চোখে একটু চেয়ো।
আমি সে প্রেমের দোহাই দিয়ে, বাকিটা জীবন কাটিয়ে দিবো,
তুমি না হয় আবারো কোথাও, দূরের পথে হারিয়ে যেয়ো।