বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৩

অবহেলা


গুনদার মতো আমার কোনো সংশয় নেই প্রতিটি রন্ধ্রে রক্তে আমি কেবলই মানুষ অবহেলার এক একটা তীর ছিড়ে ফুঁড়ে দেয় 2 সার্থের সব হিসেব নিকেশ বুঝে অবশেষে তারে ভালবাসা তুমি বলো আমি বলি মানুষ হলেম কেনো শুণ্য তে বেশ সুখের বিরাম ছিলো ।।

নেই হারানোর মানা


হারানোর পথ তোমার বেশ চেনা আছে জানি আমারও আছে পঙ্খিরাজের ডানা মেঘ আধারে হারাবেই যদি ভাবো জেনো আমারো আকাশে নেই হারানোর মানা।।

আমায় খুব সস্তায় পাবে

আমায় খুব সস্তায় পাবে তোমাদের আকাশ দালান ফেলে পেছনের যে গলিটা অন্ধকারে গেছে আমি রোজ রাতে নিজেকে বিকোই তোমার ছুড়ে দেয়া অহঙ্কারের চাহনি গুলোয় কতোবার যে মরন হলো//