সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১১

এসো ঘুম, জানালা রেখেছি খোলা।

এসো ঘুম
রাত্রী জাগা আমি বড় ক্লান্ত
এসো নিয়ে সাথে
স্বপ্ন প্রিয় রুপসীর
আজ বড় যতনে বিছায়েছি চাদর।

এসো ঘুম
জানালা রেখেছি খোলা,
মৃদু লয়ে বাজে রবীন্দ্র
প্রেম গিতী
প্রতিক্ষায় তার আমি যে বড় কাতর।

প্রিয় ঘুম, এসো চোখের পাতায়
স্বপ্নেই তার পৃথিবী যেনো গড়া
এধার ওধার কত ধারে তারে খুঁজি
খোলা চোখে সে দেয়নাতো মোরে ধরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন