বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১১

উপত্যকার খোঁজে

তোমাদের পথে হাটবোনা বলে, নতুন পথ খুঁজি...
তোমরা পাশে ছিলে অনন্তর, কিন্তু বোঝনি
একটু একটু করে ঠিক কতটুকু বদলে গেছি।

আমার আমি হয়ে নয় সবার বন্ধু হয়ে
তিলে তিলে একটা রাজ্য গড়েছিলাম,
সেই রাজ্যে, কখন যে একলা বাসিন্দা হয়েছি নিজেই টের পাইনি।
সেই রাজ্য আমিও ছাড়ছি।

ভালই হলো,
নিজেকে ওয়েষ্টার্ন বইয়ের নায়ক মনে হচ্ছে,
নিস্বঙ্গ ট্রেইলে ঘোড়া ছুটিয়ে নির্জন কোন উপত্যকা খুঁজে নেবো।
নিজের করে একটা পৃথিবী বানাবো।

এখন যেনো আমি আরও স্বপ্নময়!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন