মনেতে ভাব জমেছে
গান বেধেছি...
তোমার ঐ অলস বেলায়
শুনো তুমি বন্ধু প্রিয়।
গানে যদি মনটা ভরে
আমায় তবে...
ভাবনা তোমার অলস যতো
ঠাঁই সেথা একটু দিয়ো।
আমার সব মনের সুর
উজাড় করা
এই বাধা গান
তোমার ঐ বিকেল সাঁঝের
গানের পাতায়
জুড়েই নিয়ো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন