শুক্রবার, ১২ আগস্ট, ২০১১

স্বপ্ন আকার পেন্সিল

বহুদিন বাদে খুজে পেতে
স্বপ্ন আকার পেন্সিল হাতে
নিরবে ভাবি...
আমি কি আজো
তেমনই আছি
পুরোনো কবি!

ভোঁতো শীষে আচড় বোলাই
বুড়ো খাতায়
অধরা সব স্বপ্ন দেখি
শেষের পাতায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন