সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১১

এসো ঘুম, জানালা রেখেছি খোলা।

এসো ঘুম
রাত্রী জাগা আমি বড় ক্লান্ত
এসো নিয়ে সাথে
স্বপ্ন প্রিয় রুপসীর
আজ বড় যতনে বিছায়েছি চাদর।

এসো ঘুম
জানালা রেখেছি খোলা,
মৃদু লয়ে বাজে রবীন্দ্র
প্রেম গিতী
প্রতিক্ষায় তার আমি যে বড় কাতর।

প্রিয় ঘুম, এসো চোখের পাতায়
স্বপ্নেই তার পৃথিবী যেনো গড়া
এধার ওধার কত ধারে তারে খুঁজি
খোলা চোখে সে দেয়নাতো মোরে ধরা।

এখনো কেনো !!

এখনো কেনো তোমায় নিয়েই গাইছি গান
এখনো কেনো তোমার পানেই ছুটছে প্রান
সেইনা তুমি কতটা আগে হারিয়েছিলে
আমার সময় এখনো কেনো তুমিই নিলে।

কতকি ভুলেছি ভুলিনি কেনো পুরোনো তোমায়
এখনো সে বুকের কোনে দূঃখ জমায়
মরিচিকা হয়ে এখনো কেনো স্বপ্ন জাগে
এখনো কেনো ভীষন ভালো তোমায় লাগে।

যাব যাব ভুলে এইনা বলে, বুঝায়েছি মনরে কতো
এখনো কেনো পড়ছে মনে আগেরি মতো
ভাবছি বসে এখনো কেনো কবিতা লিখি
চোখ বুজলে এখনো কেনো তোমায় দেখি।

রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১১

কবিতা হও

কবিতা হও, আমার
অগোছালো পংক্তিমালা,
বড় কবি হতে সাধ জাগে।

কবিতা হও, আমার
এলোমেলো যত লেখা,
শুনেছি তার
ভীষন কবিতা ভালো লাগে।

তুমি চিন্তাবিদ আমি সাধারন ভাবুক

তুমি চিন্তাবিদ আমি সাধারন ভাবুক
দুজনে একটা পৃথিবী গড়েছিলাম।
তুমি যোগ বিয়োগের অংকে
স্থিতিস্থাপকতা আরো কত কি মাপলে
আমি স্বপ্নময়ী ভাবনায়, একেছিলাম
গাঢ় নীল আকাশ, বালুময় সৈকত
চাঁদ কে সাজিয়েছিলাম পূর্ণিমার পূর্ণতায়।

আমি অংকে বরাবরই কাঁচা
কোথায় কোন হিসেবে তোমার
গড়মিল হয়েছিলো জানিনা
দুজনার পৃথিবীর তোমার অংশ
তুমি গুটিয়ে নিলে।

স্থবির ভাবনায় এলোমেলো আমি
তোমার কেমন আশ্চর্য্য উপহার
আধখানা পৃথিবী আর দ্বিখন্ডিত চাঁদ।

শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০১১

এ পথ ফুরোবেই !!

পথ ফুরোলো বলে,
গন্তব্যে আমার জানা।
সেই সে পুরোনো বানী
আমা হতে তুমি, আমাতেই প্রত্যাবর্তন।

আজ সারাবেলা সুখেই ভেসেছি,
কাল দু:খের ছিলো মেলা।
আমার তো সবই পাওয়া
দু:খ দিয়েছে সুখের আনন্দ
সুখ দিয়েছে দু:খের স্মৃতি।

এ পথ ফুরোবেই জানি
তবু বাকি পথ রহস্যময় লাগে,
কি নতুন সুখে কোথায় যাবো ভেসে
কত কি শেখাবে দু:খ গুলো এসে।

বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১১

উপত্যকার খোঁজে

তোমাদের পথে হাটবোনা বলে, নতুন পথ খুঁজি...
তোমরা পাশে ছিলে অনন্তর, কিন্তু বোঝনি
একটু একটু করে ঠিক কতটুকু বদলে গেছি।

আমার আমি হয়ে নয় সবার বন্ধু হয়ে
তিলে তিলে একটা রাজ্য গড়েছিলাম,
সেই রাজ্যে, কখন যে একলা বাসিন্দা হয়েছি নিজেই টের পাইনি।
সেই রাজ্য আমিও ছাড়ছি।

ভালই হলো,
নিজেকে ওয়েষ্টার্ন বইয়ের নায়ক মনে হচ্ছে,
নিস্বঙ্গ ট্রেইলে ঘোড়া ছুটিয়ে নির্জন কোন উপত্যকা খুঁজে নেবো।
নিজের করে একটা পৃথিবী বানাবো।

এখন যেনো আমি আরও স্বপ্নময়!!