মঙ্গলবার, ২২ মার্চ, ২০১১

ঐ জোছনায় আমার প্রচন্ড অভিমান।

ঐ জোছনায় আমার প্রচন্ড অভিমান,
কত আমার আধার স্বপ্নে
সে জ্বলজ্বলে আলো জ্বেলে
প্রতিজ্ঞার শব্দ আউড়েছিলো।

কথা ছিলো, ঘন মেঘে ঢেকে গেলে
কিংবা আমাবস্যায়
আমি যেনো ঘাবড়ে না যাই।

সে আলোয় কতদূর গেছি,
চিনেছি কত নতুন শহর।

হঠাৎ এক আমাবস্যা পরে
জানিনা কি আশ্চর্য্য কারন
সে আলো আরো কতগুন বেড়েছে
শুধ আমার স্বপ্নগুলো, আধারেই রয়ে গেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন