বুধবার, ২৪ আগস্ট, ২০১১

পুরোন প্রেমে

মনের মাঝে ডুগডুগে ঢোল বাঁজছে কেবল
চিনচিনে সুখ রাত্রী নিশীর ঘুম কেড়েছে
কেমন করে জানিনা সেই পুরোন প্রেমে
নতুন করে আবারো এই মন মজেছে।

ভ্রষ্টমোহে

ভ্রষ্টমোহে জ্ঞান বেঁচেছি মিথ্যে দামে
জীবন কুড়াই জমাই ভরে ইচ্ছে জালে
কার পিছুতেই ছুটছি কেবল অহর্নিশে
চাইনি ফিরে লাগছে হাওয়া কোন সে পালে।

সোমবার, ১৫ আগস্ট, ২০১১

মনেতে ভাব জমেছে

মনেতে ভাব জমেছে
গান বেধেছি...

তোমার ঐ অলস বেলায়
শুনো তুমি বন্ধু প্রিয়।

গানে যদি মনটা ভরে
আমায় তবে...

ভাবনা তোমার অলস যতো
ঠাঁই সেথা একটু দিয়ো।

আমার সব মনের সুর
উজাড় করা
এই বাধা গান

তোমার ঐ বিকেল সাঁঝের
গানের পাতায়
জুড়েই নিয়ো।

শুক্রবার, ১২ আগস্ট, ২০১১

কবিতা ও অংক


বন্দরের উঠোনে অঝোরে বৃষ্টি
পেছনে ডি.সি সাহেবের টেবিলে ফাইলের স্তুপ
বৃষ্টির টিপ টিপ ছন্দে কবিতার লাইন খুঁজছি
মাথায় চলছে অংকের চুল চিরে হিসেব
দু সেন্ট কম হয়ে গেল নাতো!

অংক কবিতার টানা পোড়নে কিছুই মেলেনি
না দু'সেন্টের হিসেব, না দুটো ছন্দের লাইন
আসলে কবিদের অংক শিখতে নেই।

মেঘ রৌদ্দুর পৃথিবী

আমি এখন প্রতিক্ষায় তার
আত্বীয়তা ও বন্ধুত্বের ছোট খাটো সুতো
যেখানে আমার নিতান্ত অবহেলায় ছিড়ে গেছে
আমার জীবন বেলার সাথী হয়ে
নিপুন কেীশলে জুড়ে দিয়ে
আমাদের জন্য এক
মেঘ রৌদ্দুর পৃথিবী সাজাবে।

পুরোনো ক্ষত

ক্ষতদেরও কি বয়স বাড়ে না?
পুরোনো চামড়ায় অনুভুতি যেমন প্রবল হয়না,
ক্ষতদের অনুভুতির কোষগুলো বুঝি চিরন্জীব?

স্বপ্ন আকার পেন্সিল

বহুদিন বাদে খুজে পেতে
স্বপ্ন আকার পেন্সিল হাতে
নিরবে ভাবি...
আমি কি আজো
তেমনই আছি
পুরোনো কবি!

ভোঁতো শীষে আচড় বোলাই
বুড়ো খাতায়
অধরা সব স্বপ্ন দেখি
শেষের পাতায়।

মেঘের জলে

যাচ্ছো ছুটে মেঘ বেলাতে আকাশ ছুঁতে
আমায়ও নিয়ো বন্ধু তুমি তোমার দলে
মন পোড়ানো গভীরে সে ভীষন দহন
আমিও আজি ভিজবো চলো মেঘের জলে।