পথ ফুরোলো বলে,
গন্তব্যে আমার জানা।
সেই সে পুরোনো বানী
আমা হতে তুমি, আমাতেই প্রত্যাবর্তন।
আজ সারাবেলা সুখেই ভেসেছি,
কাল দু:খের ছিলো মেলা।
আমার তো সবই পাওয়া
দু:খ দিয়েছে সুখের আনন্দ
সুখ দিয়েছে দু:খের স্মৃতি।
এ পথ ফুরোবেই জানি
তবু বাকি পথ রহস্যময় লাগে,
কি নতুন সুখে কোথায় যাবো ভেসে
কত কি শেখাবে দু:খ গুলো এসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন