বুধবার, ২ মার্চ, ২০১১

কতটা সে দূরে

শোন তবে তার গল্প বলি তোমায়
যত তারে ভাবি এ কেমন অদ্ভুত
সুখ গুলো সব ভীড় করে মনের কোনায়।

তার হাসিতে একোন যাদুর খেলা
ক্ষনিক ভাবি ক্ষনিকেয় যায় বেলা।
কতটা সে দূরে, তবুতো কাছেই লাগে
ছিলো সে যেমন, সেই সে বহু আগে।

কোথা হতে প্রেম এলো যে এমন করে
যায়নি তো প্রেম, গিয়েছে শুধু সে সরে।
সে প্রেম জাগায়, কত হাসি কান্নার সুর
শুধু যায়না শোনা সেই সে ততটা দূর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন