বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৩

অবহেলা


গুনদার মতো আমার কোনো সংশয় নেই প্রতিটি রন্ধ্রে রক্তে আমি কেবলই মানুষ অবহেলার এক একটা তীর ছিড়ে ফুঁড়ে দেয় 2 সার্থের সব হিসেব নিকেশ বুঝে অবশেষে তারে ভালবাসা তুমি বলো আমি বলি মানুষ হলেম কেনো শুণ্য তে বেশ সুখের বিরাম ছিলো ।।

নেই হারানোর মানা


হারানোর পথ তোমার বেশ চেনা আছে জানি আমারও আছে পঙ্খিরাজের ডানা মেঘ আধারে হারাবেই যদি ভাবো জেনো আমারো আকাশে নেই হারানোর মানা।।

আমায় খুব সস্তায় পাবে

আমায় খুব সস্তায় পাবে তোমাদের আকাশ দালান ফেলে পেছনের যে গলিটা অন্ধকারে গেছে আমি রোজ রাতে নিজেকে বিকোই তোমার ছুড়ে দেয়া অহঙ্কারের চাহনি গুলোয় কতোবার যে মরন হলো//

বুধবার, ১১ এপ্রিল, ২০১২

পুরোনো গল্প

পুরোনো গল্প নতুন স্বরে
অন্য কারো মুখে
শোনা হলো আজ
রাত্রী প্রহর সমবেদনায় দুঃখে।

কত কবিতার রুদ্ধ আবেগ
ঘৃণা, প্রেম ব্যাকুলতা
হৃদয় পাড়ে নিশ্চুপে মেশে
হয় সে মনের কথা।

ভুলতে চেয়ে

ভুলতে চেয়ে
ভোলার বড্ড অসুখ হলো
সব ভুলে যাই,
ভুলিনা কেবল যা ভোলার ছিলো।

বুধবার, ২৪ আগস্ট, ২০১১

পুরোন প্রেমে

মনের মাঝে ডুগডুগে ঢোল বাঁজছে কেবল
চিনচিনে সুখ রাত্রী নিশীর ঘুম কেড়েছে
কেমন করে জানিনা সেই পুরোন প্রেমে
নতুন করে আবারো এই মন মজেছে।

ভ্রষ্টমোহে

ভ্রষ্টমোহে জ্ঞান বেঁচেছি মিথ্যে দামে
জীবন কুড়াই জমাই ভরে ইচ্ছে জালে
কার পিছুতেই ছুটছি কেবল অহর্নিশে
চাইনি ফিরে লাগছে হাওয়া কোন সে পালে।