রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১১

তুমি চিন্তাবিদ আমি সাধারন ভাবুক

তুমি চিন্তাবিদ আমি সাধারন ভাবুক
দুজনে একটা পৃথিবী গড়েছিলাম।
তুমি যোগ বিয়োগের অংকে
স্থিতিস্থাপকতা আরো কত কি মাপলে
আমি স্বপ্নময়ী ভাবনায়, একেছিলাম
গাঢ় নীল আকাশ, বালুময় সৈকত
চাঁদ কে সাজিয়েছিলাম পূর্ণিমার পূর্ণতায়।

আমি অংকে বরাবরই কাঁচা
কোথায় কোন হিসেবে তোমার
গড়মিল হয়েছিলো জানিনা
দুজনার পৃথিবীর তোমার অংশ
তুমি গুটিয়ে নিলে।

স্থবির ভাবনায় এলোমেলো আমি
তোমার কেমন আশ্চর্য্য উপহার
আধখানা পৃথিবী আর দ্বিখন্ডিত চাঁদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন