এখনো কেনো তোমায় নিয়েই গাইছি গান
এখনো কেনো তোমার পানেই ছুটছে প্রান
সেইনা তুমি কতটা আগে হারিয়েছিলে
আমার সময় এখনো কেনো তুমিই নিলে।
কতকি ভুলেছি ভুলিনি কেনো পুরোনো তোমায়
এখনো সে বুকের কোনে দূঃখ জমায়
মরিচিকা হয়ে এখনো কেনো স্বপ্ন জাগে
এখনো কেনো ভীষন ভালো তোমায় লাগে।
যাব যাব ভুলে এইনা বলে, বুঝায়েছি মনরে কতো
এখনো কেনো পড়ছে মনে আগেরি মতো
ভাবছি বসে এখনো কেনো কবিতা লিখি
চোখ বুজলে এখনো কেনো তোমায় দেখি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন