শুক্রবার, ১২ আগস্ট, ২০১১

কবিতা ও অংক


বন্দরের উঠোনে অঝোরে বৃষ্টি
পেছনে ডি.সি সাহেবের টেবিলে ফাইলের স্তুপ
বৃষ্টির টিপ টিপ ছন্দে কবিতার লাইন খুঁজছি
মাথায় চলছে অংকের চুল চিরে হিসেব
দু সেন্ট কম হয়ে গেল নাতো!

অংক কবিতার টানা পোড়নে কিছুই মেলেনি
না দু'সেন্টের হিসেব, না দুটো ছন্দের লাইন
আসলে কবিদের অংক শিখতে নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন