কাওকে বোলোনা চুপ, আমি এখন নির্বাসনে,
রাত যায় দিন যায়, আমি খেয়ালিপনায় মত্ত..
নিরবতা আর অতি কোলাহল উভয়ের মাঝামাঝি কোথাও,
তবে যেনো আবার দেখা হবে, তখন হয়তো রোদ্রজ্জল দিন থাকবেনা।
ঘুটঘুটে আমাবস্যায় তোমাদের আলো দিয়ে আমি পুরোনো পথে হাটবো।
সোমবার, ৮ নভেম্বর, ২০১০
বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১০
কি করে!!
কি করে তার হৃদয়ে বাধি বাসা,
কি করে তুলি মনে তার ভারি ঝড়।
কি করে দেই প্রেমের পদ্ম তারে,
কি করে যাই পেীছে তারি ঘর।
কি করে বোঝাই কেমন তরো লাগে
জানাই কি করে তৃষ্না কেমন জাগে
কি করে দেখাই হৃদয়ে তারি ছবি
বলি কি করে তারই জন্য কবি।
কি করে শোনাই গানটা লেখা তারে
বেড়াই কি করে, দুজন মিলে সাগর পাড়ে
কি করে করি, তারে আমার ঘরের রানী
বুনি স্বপ্ন বৃথা, তার ঠিকানাই না জানি।
কি করে তুলি মনে তার ভারি ঝড়।
কি করে দেই প্রেমের পদ্ম তারে,
কি করে যাই পেীছে তারি ঘর।
কি করে বোঝাই কেমন তরো লাগে
জানাই কি করে তৃষ্না কেমন জাগে
কি করে দেখাই হৃদয়ে তারি ছবি
বলি কি করে তারই জন্য কবি।
কি করে শোনাই গানটা লেখা তারে
বেড়াই কি করে, দুজন মিলে সাগর পাড়ে
কি করে করি, তারে আমার ঘরের রানী
বুনি স্বপ্ন বৃথা, তার ঠিকানাই না জানি।
বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০১০
প্রার্থনা
প্রার্থনা করি কাছে স্বীয় করতার,
মার্জনা কর তুমি আমি গুনাহগার।
তুমি নামে স্রষ্ঠা আমায় করেছো সৃজন,
পূর্ণতে ভরে দাও আমার এ জীবন।
হে প্রভূ! মাহফুজ হতে তুমি দিয়েছো কোরআন,
বুঝিবার তরে দাও শুদ্ধ জ্ঞান।
তুমি খোদা দয়াময় তুমি রহমান,
অধমের তরে করো রহমতের ধারা বহমান।
আমিন।
মার্জনা কর তুমি আমি গুনাহগার।
তুমি নামে স্রষ্ঠা আমায় করেছো সৃজন,
পূর্ণতে ভরে দাও আমার এ জীবন।
হে প্রভূ! মাহফুজ হতে তুমি দিয়েছো কোরআন,
বুঝিবার তরে দাও শুদ্ধ জ্ঞান।
তুমি খোদা দয়াময় তুমি রহমান,
অধমের তরে করো রহমতের ধারা বহমান।
আমিন।
বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০১০
পুরোনো কবিতা
মেঘলা আকাশ বলছে ডেকে শোনো
বৃষ্টি নেবে আঁচল ভরে তুমি,
ঝড়ে যায় সে বক্ষ বিদাড়ি আমার
বোঝেনা কতটা ছিলো সে আমার দামি।
তুমি হয়তো খেলবে কিছুটা ক্ষন
নয়তো তোমার অঙ্গ নেবে ধুয়ে,
কিন্তু সে মোর সবে ধন নীল মনি
রুপসি সাজি তারি হৃদয় ছুয়ে।
তোমার আচলে গুড় গুড় সেকি গায়
আমার হৃদয় হাহাকার করে গানে,
আমার বাধন এতটা মলিন প্রায়
ছুটে যায় শুধু সে তোমারি পানে।
বৃষ্টি নেবে আঁচল ভরে তুমি,
ঝড়ে যায় সে বক্ষ বিদাড়ি আমার
বোঝেনা কতটা ছিলো সে আমার দামি।
তুমি হয়তো খেলবে কিছুটা ক্ষন
নয়তো তোমার অঙ্গ নেবে ধুয়ে,
কিন্তু সে মোর সবে ধন নীল মনি
রুপসি সাজি তারি হৃদয় ছুয়ে।
তোমার আচলে গুড় গুড় সেকি গায়
আমার হৃদয় হাহাকার করে গানে,
আমার বাধন এতটা মলিন প্রায়
ছুটে যায় শুধু সে তোমারি পানে।
চাঁদ
মেঘের ঘোমটা পরে
চাঁদ আছে দূরে সরে,
জোছনায় প্রান ভেজা রাত।
মেঘ তুমি উড়ে যাও
চাঁদ ছেড়ে দূরে যাও,
সে একলার পূর্ণিমা চাঁদ।
ঘাটের নামায় বসে
কর্ণফুলির স্রোতে ভেসে,
চাঁদটাকে স্নানে ভেজা দেখছি।
ঐ ঘাটে তরি বেয়ে
চাঁদটাকে সাথে নিয়ে,
দুজনাতে একসাথে ভাসছি।
ভেসে ভেসে বহুদূরে
মাঝরাতের কিছু পরে,
মেঘ তুমি ফিরে কেন আসলে?
আমি একা ভাসি জলে
মেঘ তুমি যাও চলে,
তারে তুমি ভালো কেন বাসলে??
চাঁদ আছে দূরে সরে,
জোছনায় প্রান ভেজা রাত।
মেঘ তুমি উড়ে যাও
চাঁদ ছেড়ে দূরে যাও,
সে একলার পূর্ণিমা চাঁদ।
ঘাটের নামায় বসে
কর্ণফুলির স্রোতে ভেসে,
চাঁদটাকে স্নানে ভেজা দেখছি।
ঐ ঘাটে তরি বেয়ে
চাঁদটাকে সাথে নিয়ে,
দুজনাতে একসাথে ভাসছি।
ভেসে ভেসে বহুদূরে
মাঝরাতের কিছু পরে,
মেঘ তুমি ফিরে কেন আসলে?
আমি একা ভাসি জলে
মেঘ তুমি যাও চলে,
তারে তুমি ভালো কেন বাসলে??
একটা জানালা
একটা জানালা কতবার জানি
কত কবিতায় লিখেছি,
সেই জানালায় শীত গ্রীষ্মের
কত নতুন দৃশ্ব দেখেছি।
দেখেছি চৈত্রে তপ্ত আলো
দেখেছি শীতের রাত,
সেই জানালায় দেখেছি যে আমি
বসন্তের কত প্রভাত।
সেই জানালায় দাড়িয়ে দেখেছি
বৈশাখী মাতাল ঝড়,
জানালায় সেই আপন হয়েছে
কত যে অচেনা পর।
কত কবিতায় লিখেছি,
সেই জানালায় শীত গ্রীষ্মের
কত নতুন দৃশ্ব দেখেছি।
দেখেছি চৈত্রে তপ্ত আলো
দেখেছি শীতের রাত,
সেই জানালায় দেখেছি যে আমি
বসন্তের কত প্রভাত।
সেই জানালায় দাড়িয়ে দেখেছি
বৈশাখী মাতাল ঝড়,
জানালায় সেই আপন হয়েছে
কত যে অচেনা পর।
সোমবার, ১ মার্চ, ২০১০
আজ পুরনিমা
আজ পুরনিমা!!
বেশ কিছু পুরনিমা আমার ছাদে বসে দারুন উপোভগ করেছি...
আজ ব্যস্ত রাস্তায় দারিয়ে চাদটাকে একটুও মলিন লাগছেনা।
শুধু অনেক ক্লান্তি বোধ করছি...
কি যেন এক সামাজিক চকরে আবধ্য হয়ে আছি।
যেনো কোনো মুক্তি নাই।
মুক্তি চাই।
আমি ভবঘুরে হতে চাই...
বেশ কিছু পুরনিমা আমার ছাদে বসে দারুন উপোভগ করেছি...
আজ ব্যস্ত রাস্তায় দারিয়ে চাদটাকে একটুও মলিন লাগছেনা।
শুধু অনেক ক্লান্তি বোধ করছি...
কি যেন এক সামাজিক চকরে আবধ্য হয়ে আছি।
যেনো কোনো মুক্তি নাই।
মুক্তি চাই।
আমি ভবঘুরে হতে চাই...
রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১০
আবারো বসন্ত

কেনো জানি বসন্ত আবারো এলো,
প্রকৃতির নিয়ম সে ভাংতে পারেনি,
তাইতো বছর ঘুরতে না ঘুরতেই বসন্ত আবারো এলো,
ডিসি হিলে উৎসব, রঙ্গিন ফেষ্টুন নিয়ে র্যালি....
আমার কি হলো!! আমি কি সহ্য করতে পারছিনা!!
কেনো??
কি জানি!!!
বসন্তে যে ভালোবাসার আবহ চারিদিকে!!!
তারি অভাব আমাকে বসন্ত বিমুখ করেছে কি???
কি জানি!!
বসন্ত আবারো এসো,
প্রকৃতির নিয়ম ধরে,
বছর ঘুরতে না ঘুরতেই..
একরাশ ভালোবাসা নিয়ে,
আমিও উৎসবে যাবো, কবিতা আবৃত্তি করবো,
ফেষ্টুন নিয়ে র্যালিতে যাবো....
আবারো এসো!!!!
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)