মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০১১

বিবেকের ধিক্কার

কাপুরুষ বলে গালি দিচ্ছে,
ঘুটঘুটে আধার নিরবতায় ‎বিবেকের এই অসহ্য ধিক্কার।

আমি বাকরুদ্ধ, চেতনার কোষগুলো ঝিমিয়ে আছে,
কি করে বোঝাতাম সমাজের শৃংখল অষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে।
তোমার আমার সমাজ দু মেরুতেতো নয়, তারা সহোদর।

তোমার অজানা নয় কি নিদারুন চেষ্টায় সে শৃংখল ছেড়া যায়নি।
শুধু ক্লান্ত আমি আরো ক্লান্তিতে অসাড় হয়েছি।


ঝিমানো চেতনায় বিবেকের কানফাটা চিৎকার আর ব্যাথা জাগায় না।

সোমবার, ১৭ জানুয়ারী, ২০১১

আলস্য ইচ্ছে!!

এমন কি হতে পারে!!
একদিন ঘুম ভেঙ্গে দেখবো,
বুকের কোনায় জমানো দু:খ গুলো আর নেই।
জানালার বাইরে গাছের পাতা ধুলো পরা বিবর্ণ নয়,
বরং সবুজের চাকচিক্যে নির্মল।
নাগরিক চাহিদার মতো জমে থাকা কাজ নেই,
অফিসে যাওয়ার তাড়া নেই,
আলস্য আর শুধু নিজের কিছু সময়।

পাশের পুকুরের ধূসর পানি গুলো আশ্চর্য্য নীল,
পুরোনো কাকেরা শহর ছেড়েছে,
কারো বাগানের গোলাপ আমার ফুলদানিতে
এমন কি হতে পারে!!

সোমবার, ১০ জানুয়ারী, ২০১১

কতোটা গভীরে

কতোটা গভীরে জানোনা ছিলো সে ক্ষত
আমিও করেছি যতন তারে কতো,
গভীরে সে ক্ষত রয়েছে আগের মতো
নির্ঘুম রাত সে যন্ত্রনা দিয়েছে শতো।

আমিও আছি পুরোনো সেই আমি
আছে পুরোনো তোমার ভালো লাগার পাগলামি,
কত শতো রাত এখনো রয়েছে পরে
জানিনা সে রাত রয়েছে কারি তরে।

রবিবার, ৯ জানুয়ারী, ২০১১

আবারো যদি দেখা হয়

আবারো যদি কখনো দেখা হয়,
তবে করুনার নয় প্রেম নিয়ে চোখে একটু চেয়ো।
আমি সে প্রেমের দোহাই দিয়ে, বাকিটা জীবন কাটিয়ে দিবো,
তুমি না হয় আবারো কোথাও, দূরের পথে হারিয়ে যেয়ো।

সোমবার, ৮ নভেম্বর, ২০১০

নির্বাসন

কাওকে বোলোনা চুপ, আমি এখন নির্বাসনে,
রাত যায় দিন যায়, আমি খেয়ালিপনায় মত্ত..
নিরবতা আর অতি কোলাহল উভয়ের মাঝামাঝি কোথাও,
তবে যেনো আবার দেখা হবে, তখন হয়তো রোদ্রজ্জল দিন থাকবেনা।
ঘুটঘুটে আমাবস্যায় তোমাদের আলো দিয়ে আমি পুরোনো পথে হাটবো।

বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১০

কি করে!!

কি করে তার হৃদয়ে বাধি বাসা,
কি করে তুলি মনে তার ভারি ঝড়।
কি করে দেই প্রেমের পদ্ম তারে,
কি করে যাই পেীছে তারি ঘর।

কি করে বোঝাই কেমন তরো লাগে
জানাই কি করে তৃষ্না কেমন জাগে
কি করে দেখাই হৃদয়ে তারি ছবি
বলি কি করে তারই জন্য কবি।

কি করে শোনাই গানটা লেখা তারে
বেড়াই কি করে, দুজন মিলে সাগর পাড়ে
কি করে করি, তারে আমার ঘরের রানী
বুনি স্বপ্ন বৃথা, তার ঠিকানাই না জানি।

বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০১০

প্রার্থনা

প্রার্থনা করি কাছে স্বীয় করতার,
মার্জনা কর তুমি আমি গুনাহগার।

তুমি নামে স্রষ্ঠা আমায় করেছো সৃজন,
পূর্ণতে ভরে দাও আমার এ জীবন।

হে প্রভূ! মাহফুজ হতে তুমি দিয়েছো কোরআন,
বুঝিবার তরে দাও শুদ্ধ জ্ঞান।

তুমি খোদা দয়াময় তুমি রহমান,
অধমের তরে করো রহমতের ধারা বহমান।

আমিন।