সোমবার, ১৭ জানুয়ারী, ২০১১

আলস্য ইচ্ছে!!

এমন কি হতে পারে!!
একদিন ঘুম ভেঙ্গে দেখবো,
বুকের কোনায় জমানো দু:খ গুলো আর নেই।
জানালার বাইরে গাছের পাতা ধুলো পরা বিবর্ণ নয়,
বরং সবুজের চাকচিক্যে নির্মল।
নাগরিক চাহিদার মতো জমে থাকা কাজ নেই,
অফিসে যাওয়ার তাড়া নেই,
আলস্য আর শুধু নিজের কিছু সময়।

পাশের পুকুরের ধূসর পানি গুলো আশ্চর্য্য নীল,
পুরোনো কাকেরা শহর ছেড়েছে,
কারো বাগানের গোলাপ আমার ফুলদানিতে
এমন কি হতে পারে!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন