বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১০

কি করে!!

কি করে তার হৃদয়ে বাধি বাসা,
কি করে তুলি মনে তার ভারি ঝড়।
কি করে দেই প্রেমের পদ্ম তারে,
কি করে যাই পেীছে তারি ঘর।

কি করে বোঝাই কেমন তরো লাগে
জানাই কি করে তৃষ্না কেমন জাগে
কি করে দেখাই হৃদয়ে তারি ছবি
বলি কি করে তারই জন্য কবি।

কি করে শোনাই গানটা লেখা তারে
বেড়াই কি করে, দুজন মিলে সাগর পাড়ে
কি করে করি, তারে আমার ঘরের রানী
বুনি স্বপ্ন বৃথা, তার ঠিকানাই না জানি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন