মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০১১

বিবেকের ধিক্কার

কাপুরুষ বলে গালি দিচ্ছে,
ঘুটঘুটে আধার নিরবতায় ‎বিবেকের এই অসহ্য ধিক্কার।

আমি বাকরুদ্ধ, চেতনার কোষগুলো ঝিমিয়ে আছে,
কি করে বোঝাতাম সমাজের শৃংখল অষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে।
তোমার আমার সমাজ দু মেরুতেতো নয়, তারা সহোদর।

তোমার অজানা নয় কি নিদারুন চেষ্টায় সে শৃংখল ছেড়া যায়নি।
শুধু ক্লান্ত আমি আরো ক্লান্তিতে অসাড় হয়েছি।


ঝিমানো চেতনায় বিবেকের কানফাটা চিৎকার আর ব্যাথা জাগায় না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন