শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০১১

এ পথ ফুরোবেই !!

পথ ফুরোলো বলে,
গন্তব্যে আমার জানা।
সেই সে পুরোনো বানী
আমা হতে তুমি, আমাতেই প্রত্যাবর্তন।

আজ সারাবেলা সুখেই ভেসেছি,
কাল দু:খের ছিলো মেলা।
আমার তো সবই পাওয়া
দু:খ দিয়েছে সুখের আনন্দ
সুখ দিয়েছে দু:খের স্মৃতি।

এ পথ ফুরোবেই জানি
তবু বাকি পথ রহস্যময় লাগে,
কি নতুন সুখে কোথায় যাবো ভেসে
কত কি শেখাবে দু:খ গুলো এসে।

বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১১

উপত্যকার খোঁজে

তোমাদের পথে হাটবোনা বলে, নতুন পথ খুঁজি...
তোমরা পাশে ছিলে অনন্তর, কিন্তু বোঝনি
একটু একটু করে ঠিক কতটুকু বদলে গেছি।

আমার আমি হয়ে নয় সবার বন্ধু হয়ে
তিলে তিলে একটা রাজ্য গড়েছিলাম,
সেই রাজ্যে, কখন যে একলা বাসিন্দা হয়েছি নিজেই টের পাইনি।
সেই রাজ্য আমিও ছাড়ছি।

ভালই হলো,
নিজেকে ওয়েষ্টার্ন বইয়ের নায়ক মনে হচ্ছে,
নিস্বঙ্গ ট্রেইলে ঘোড়া ছুটিয়ে নির্জন কোন উপত্যকা খুঁজে নেবো।
নিজের করে একটা পৃথিবী বানাবো।

এখন যেনো আমি আরও স্বপ্নময়!!

মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০১১

বিবেকের ধিক্কার

কাপুরুষ বলে গালি দিচ্ছে,
ঘুটঘুটে আধার নিরবতায় ‎বিবেকের এই অসহ্য ধিক্কার।

আমি বাকরুদ্ধ, চেতনার কোষগুলো ঝিমিয়ে আছে,
কি করে বোঝাতাম সমাজের শৃংখল অষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে।
তোমার আমার সমাজ দু মেরুতেতো নয়, তারা সহোদর।

তোমার অজানা নয় কি নিদারুন চেষ্টায় সে শৃংখল ছেড়া যায়নি।
শুধু ক্লান্ত আমি আরো ক্লান্তিতে অসাড় হয়েছি।


ঝিমানো চেতনায় বিবেকের কানফাটা চিৎকার আর ব্যাথা জাগায় না।

সোমবার, ১৭ জানুয়ারী, ২০১১

আলস্য ইচ্ছে!!

এমন কি হতে পারে!!
একদিন ঘুম ভেঙ্গে দেখবো,
বুকের কোনায় জমানো দু:খ গুলো আর নেই।
জানালার বাইরে গাছের পাতা ধুলো পরা বিবর্ণ নয়,
বরং সবুজের চাকচিক্যে নির্মল।
নাগরিক চাহিদার মতো জমে থাকা কাজ নেই,
অফিসে যাওয়ার তাড়া নেই,
আলস্য আর শুধু নিজের কিছু সময়।

পাশের পুকুরের ধূসর পানি গুলো আশ্চর্য্য নীল,
পুরোনো কাকেরা শহর ছেড়েছে,
কারো বাগানের গোলাপ আমার ফুলদানিতে
এমন কি হতে পারে!!

সোমবার, ১০ জানুয়ারী, ২০১১

কতোটা গভীরে

কতোটা গভীরে জানোনা ছিলো সে ক্ষত
আমিও করেছি যতন তারে কতো,
গভীরে সে ক্ষত রয়েছে আগের মতো
নির্ঘুম রাত সে যন্ত্রনা দিয়েছে শতো।

আমিও আছি পুরোনো সেই আমি
আছে পুরোনো তোমার ভালো লাগার পাগলামি,
কত শতো রাত এখনো রয়েছে পরে
জানিনা সে রাত রয়েছে কারি তরে।

রবিবার, ৯ জানুয়ারী, ২০১১

আবারো যদি দেখা হয়

আবারো যদি কখনো দেখা হয়,
তবে করুনার নয় প্রেম নিয়ে চোখে একটু চেয়ো।
আমি সে প্রেমের দোহাই দিয়ে, বাকিটা জীবন কাটিয়ে দিবো,
তুমি না হয় আবারো কোথাও, দূরের পথে হারিয়ে যেয়ো।

সোমবার, ৮ নভেম্বর, ২০১০

নির্বাসন

কাওকে বোলোনা চুপ, আমি এখন নির্বাসনে,
রাত যায় দিন যায়, আমি খেয়ালিপনায় মত্ত..
নিরবতা আর অতি কোলাহল উভয়ের মাঝামাঝি কোথাও,
তবে যেনো আবার দেখা হবে, তখন হয়তো রোদ্রজ্জল দিন থাকবেনা।
ঘুটঘুটে আমাবস্যায় তোমাদের আলো দিয়ে আমি পুরোনো পথে হাটবো।