বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০১০

চাঁদ

মেঘের ঘোমটা পরে
চাঁদ আছে দূরে সরে,
জোছনায় প্রান ভেজা রাত।

মেঘ তুমি উড়ে যাও
চাঁদ ছেড়ে দূরে যাও,
সে একলার পূর্ণিমা চাঁদ।

ঘাটের নামায় বসে
কর্ণফুলির স্রোতে ভেসে,
চাঁদটাকে স্নানে ভেজা দেখছি।

ঐ ঘাটে তরি বেয়ে
চাঁদটাকে সাথে নিয়ে,
দুজনাতে একসাথে ভাসছি।

ভেসে ভেসে বহুদূরে
মাঝরাতের কিছু পরে,
মেঘ তুমি ফিরে কেন আসলে?

আমি একা ভাসি জলে
মেঘ তুমি যাও চলে,
তারে তুমি ভালো কেন বাসলে??

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন