বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০১০

একটা জানালা

একটা জানালা কতবার জানি
কত কবিতায় লিখেছি,
সেই জানালায় শীত গ্রীষ্মের
কত নতুন দৃশ্ব দেখেছি।

দেখেছি চৈত্রে তপ্ত আলো
দেখেছি শীতের রাত,
সেই জানালায় দেখেছি যে আমি
বসন্তের কত প্রভাত।

সেই জানালায় দাড়িয়ে দেখেছি
বৈশাখী মাতাল ঝড়,
জানালায় সেই আপন হয়েছে
কত যে অচেনা পর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন