পুরোনো গল্প নতুন স্বরে
অন্য কারো মুখে
শোনা হলো আজ
রাত্রী প্রহর সমবেদনায় দুঃখে।
কত কবিতার রুদ্ধ আবেগ
ঘৃণা, প্রেম ব্যাকুলতা
হৃদয় পাড়ে নিশ্চুপে মেশে
হয় সে মনের কথা।
বুধবার, ১১ এপ্রিল, ২০১২
বুধবার, ২৪ আগস্ট, ২০১১
পুরোন প্রেমে
মনের মাঝে ডুগডুগে ঢোল বাঁজছে কেবল
চিনচিনে সুখ রাত্রী নিশীর ঘুম কেড়েছে
কেমন করে জানিনা সেই পুরোন প্রেমে
নতুন করে আবারো এই মন মজেছে।
চিনচিনে সুখ রাত্রী নিশীর ঘুম কেড়েছে
কেমন করে জানিনা সেই পুরোন প্রেমে
নতুন করে আবারো এই মন মজেছে।
ভ্রষ্টমোহে
ভ্রষ্টমোহে জ্ঞান বেঁচেছি মিথ্যে দামে
জীবন কুড়াই জমাই ভরে ইচ্ছে জালে
কার পিছুতেই ছুটছি কেবল অহর্নিশে
চাইনি ফিরে লাগছে হাওয়া কোন সে পালে।
জীবন কুড়াই জমাই ভরে ইচ্ছে জালে
কার পিছুতেই ছুটছি কেবল অহর্নিশে
চাইনি ফিরে লাগছে হাওয়া কোন সে পালে।
সোমবার, ১৫ আগস্ট, ২০১১
মনেতে ভাব জমেছে
মনেতে ভাব জমেছে
গান বেধেছি...
তোমার ঐ অলস বেলায়
শুনো তুমি বন্ধু প্রিয়।
গানে যদি মনটা ভরে
আমায় তবে...
ভাবনা তোমার অলস যতো
ঠাঁই সেথা একটু দিয়ো।
আমার সব মনের সুর
উজাড় করা
এই বাধা গান
তোমার ঐ বিকেল সাঁঝের
গানের পাতায়
জুড়েই নিয়ো।
গান বেধেছি...
তোমার ঐ অলস বেলায়
শুনো তুমি বন্ধু প্রিয়।
গানে যদি মনটা ভরে
আমায় তবে...
ভাবনা তোমার অলস যতো
ঠাঁই সেথা একটু দিয়ো।
আমার সব মনের সুর
উজাড় করা
এই বাধা গান
তোমার ঐ বিকেল সাঁঝের
গানের পাতায়
জুড়েই নিয়ো।
শুক্রবার, ১২ আগস্ট, ২০১১
কবিতা ও অংক
মেঘ রৌদ্দুর পৃথিবী
আমি এখন প্রতিক্ষায় তার
আত্বীয়তা ও বন্ধুত্বের ছোট খাটো সুতো
যেখানে আমার নিতান্ত অবহেলায় ছিড়ে গেছে
আমার জীবন বেলার সাথী হয়ে
নিপুন কেীশলে জুড়ে দিয়ে
আমাদের জন্য এক
মেঘ রৌদ্দুর পৃথিবী সাজাবে।
আত্বীয়তা ও বন্ধুত্বের ছোট খাটো সুতো
যেখানে আমার নিতান্ত অবহেলায় ছিড়ে গেছে
আমার জীবন বেলার সাথী হয়ে
নিপুন কেীশলে জুড়ে দিয়ে
আমাদের জন্য এক
মেঘ রৌদ্দুর পৃথিবী সাজাবে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)