মঙ্গলবার, ২২ মার্চ, ২০১১

ঐ জোছনায় আমার প্রচন্ড অভিমান।

ঐ জোছনায় আমার প্রচন্ড অভিমান,
কত আমার আধার স্বপ্নে
সে জ্বলজ্বলে আলো জ্বেলে
প্রতিজ্ঞার শব্দ আউড়েছিলো।

কথা ছিলো, ঘন মেঘে ঢেকে গেলে
কিংবা আমাবস্যায়
আমি যেনো ঘাবড়ে না যাই।

সে আলোয় কতদূর গেছি,
চিনেছি কত নতুন শহর।

হঠাৎ এক আমাবস্যা পরে
জানিনা কি আশ্চর্য্য কারন
সে আলো আরো কতগুন বেড়েছে
শুধ আমার স্বপ্নগুলো, আধারেই রয়ে গেছে।

রবিবার, ৬ মার্চ, ২০১১

বর্ষ তুমি যাচ্ছ চলে

দু:খ সুখ কতকি দিয়ে
বর্ষ তুমি যাচ্ছ চলে
দিগন্ত জোড়া সূর্য্যটা লাল
দিনের শেষে পড়ছে ঢলে।

বৎসর জুড়ে কত উল্লাস
ক্রন্দন কত স্বৃতীর পাতায়
কত কাব্য কত কবিতা
লিখলো কজনা নিজের খাতায়।

বর্ষ তুমি যাচ্ছ যে তাই
বিদায় জানাই হৃদয় খুলে
ভাগ্য আমার সকল পাওয়ায়
বৎসর জুড়ে যাইনা দিলে।

বুধবার, ২ মার্চ, ২০১১

কতটা সে দূরে

শোন তবে তার গল্প বলি তোমায়
যত তারে ভাবি এ কেমন অদ্ভুত
সুখ গুলো সব ভীড় করে মনের কোনায়।

তার হাসিতে একোন যাদুর খেলা
ক্ষনিক ভাবি ক্ষনিকেয় যায় বেলা।
কতটা সে দূরে, তবুতো কাছেই লাগে
ছিলো সে যেমন, সেই সে বহু আগে।

কোথা হতে প্রেম এলো যে এমন করে
যায়নি তো প্রেম, গিয়েছে শুধু সে সরে।
সে প্রেম জাগায়, কত হাসি কান্নার সুর
শুধু যায়না শোনা সেই সে ততটা দূর।

সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১১

এসো ঘুম, জানালা রেখেছি খোলা।

এসো ঘুম
রাত্রী জাগা আমি বড় ক্লান্ত
এসো নিয়ে সাথে
স্বপ্ন প্রিয় রুপসীর
আজ বড় যতনে বিছায়েছি চাদর।

এসো ঘুম
জানালা রেখেছি খোলা,
মৃদু লয়ে বাজে রবীন্দ্র
প্রেম গিতী
প্রতিক্ষায় তার আমি যে বড় কাতর।

প্রিয় ঘুম, এসো চোখের পাতায়
স্বপ্নেই তার পৃথিবী যেনো গড়া
এধার ওধার কত ধারে তারে খুঁজি
খোলা চোখে সে দেয়নাতো মোরে ধরা।

এখনো কেনো !!

এখনো কেনো তোমায় নিয়েই গাইছি গান
এখনো কেনো তোমার পানেই ছুটছে প্রান
সেইনা তুমি কতটা আগে হারিয়েছিলে
আমার সময় এখনো কেনো তুমিই নিলে।

কতকি ভুলেছি ভুলিনি কেনো পুরোনো তোমায়
এখনো সে বুকের কোনে দূঃখ জমায়
মরিচিকা হয়ে এখনো কেনো স্বপ্ন জাগে
এখনো কেনো ভীষন ভালো তোমায় লাগে।

যাব যাব ভুলে এইনা বলে, বুঝায়েছি মনরে কতো
এখনো কেনো পড়ছে মনে আগেরি মতো
ভাবছি বসে এখনো কেনো কবিতা লিখি
চোখ বুজলে এখনো কেনো তোমায় দেখি।

রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১১

কবিতা হও

কবিতা হও, আমার
অগোছালো পংক্তিমালা,
বড় কবি হতে সাধ জাগে।

কবিতা হও, আমার
এলোমেলো যত লেখা,
শুনেছি তার
ভীষন কবিতা ভালো লাগে।

তুমি চিন্তাবিদ আমি সাধারন ভাবুক

তুমি চিন্তাবিদ আমি সাধারন ভাবুক
দুজনে একটা পৃথিবী গড়েছিলাম।
তুমি যোগ বিয়োগের অংকে
স্থিতিস্থাপকতা আরো কত কি মাপলে
আমি স্বপ্নময়ী ভাবনায়, একেছিলাম
গাঢ় নীল আকাশ, বালুময় সৈকত
চাঁদ কে সাজিয়েছিলাম পূর্ণিমার পূর্ণতায়।

আমি অংকে বরাবরই কাঁচা
কোথায় কোন হিসেবে তোমার
গড়মিল হয়েছিলো জানিনা
দুজনার পৃথিবীর তোমার অংশ
তুমি গুটিয়ে নিলে।

স্থবির ভাবনায় এলোমেলো আমি
তোমার কেমন আশ্চর্য্য উপহার
আধখানা পৃথিবী আর দ্বিখন্ডিত চাঁদ।