সোমবার, ১ মার্চ, ২০১০

আজ পুরনিমা

আজ পুরনিমা!!
বেশ কিছু পুরনিমা আমার ছাদে বসে দারুন উপোভগ করেছি...
আজ ব্যস্ত রাস্তায় দারিয়ে চাদটাকে একটুও মলিন লাগছেনা।
শুধু অনেক ক্লান্তি বোধ করছি...
কি যেন এক সামাজিক চকরে আবধ্য হয়ে আছি।
যেনো কোনো মুক্তি নাই।
মুক্তি চাই।
আমি ভবঘুরে হতে চাই...

রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১০

আবারো বসন্ত


কেনো জানি বসন্ত আবারো এলো,
প্রকৃতির নিয়ম সে ভাংতে পারেনি,
তাইতো বছর ঘুরতে না ঘুরতেই বসন্ত আবারো এলো,
ডিসি হিলে উৎসব, রঙ্গিন ফেষ্টুন নিয়ে র‌্যালি....

আমার কি হলো!! আমি কি সহ্য করতে পারছিনা!!
কেনো??
কি জানি!!!
বসন্তে যে ভালোবাসার আবহ চারিদিকে!!!
তারি অভাব আমাকে বসন্ত বিমুখ করেছে কি???
কি জানি!!

বসন্ত আবারো এসো,
প্রকৃতির নিয়ম ধরে,
বছর ঘুরতে না ঘুরতেই..
একরাশ ভালোবাসা নিয়ে,
আমিও উৎসবে যাবো, কবিতা আবৃত্তি করবো,
ফেষ্টুন নিয়ে র‌্যালিতে যাবো....

আবারো এসো!!!!